কসমিক কালচার ট্রাস্টের উদ্যোগ ও সেইলরের সহযোগিতায় বরিশালে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বরিশাল ম্যারাথন-২০২২।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার মোহাম্মদ নজরুল হোসেন শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ম্যারাথনের উদ্বোধন করেন।
ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার—এ চারটি ক্যাটাগরিতে তিনটি ধাপে বরিশাল বিএম কলেজ প্রথম গেট থেকে ম্যারাথনের শুভ সূচনা হয়। শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার বিএম কলেজ প্রথম গেটে এসে তা শেষ হয়।
বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার চার শতাধিক রানার এই ম্যারাথনে অংশ নেন।