বরিশালের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও চরঘেরা জাল জব্দ করেছে। এ সময় ৫০০ কেজি জাটকা জব্দ করা হয় এবং তিন আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মেহেন্দীগঞ্জ থানাধীন মেঘনা এবং এর বিভিন্ন শাখানদী থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক দাম ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং জাটকার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।