বরিশালের চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল বলেশ্বর নদে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পাথরঘাটা উপজেলাধীন বলেশ্বর নদের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাল জব্দ করা হয়।
চরদুয়ানী নৌ পুলিশ জানায়, জব্দকৃত জালের আনুমানিক দাম ১২ লাখ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।