পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ২১০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) নগরীর কোতোয়ালি থানাধীন হাতেম আলী কলেজ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন পটুয়াখালীর মহিপুর থানা এলাকার মো. নাইম (২৫) এবং চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার মো. তারিকুল ইসলাম শাওন (২৯)।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।