সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট রেলওয়ে পুলিশ।
গত শুক্রবার (২৪ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, আধা কেজি চিনি, মসলা ইত্যাদি।
সিলেট রেলওয়ে পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। করোনা পরিস্থিতি মোকাবিলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে পর্যায়ক্রমে আরও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আমরা জনগণের আস্থার পুলিশ হতে চাই, জনগণের আস্থা অর্জন করতে চাই। বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছে, থাকবে।
এ সময় সিলেট রেলওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।