পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেটের উদ্যোগে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ জুন) সিলেটের জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রে এসব ত্রাণ বিতরণ করা হয়।
পুনাক সিলেটের সভানেত্রী মোছা. শামীমা আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।
উল্লেখ্য, গত ৩০ মে থেকে অতিবৃষ্টির কারণে সিলেট জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বন্যাকবলিত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় পুনাক সিলেটের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।