বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশাল বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।
১০ এপিবিএন জামে মসজিদে এ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন ও উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবাসহ অন্যান্য পুলিশ সদস্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।