
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ ও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুজিবস বাংলাদেশ’ সাইকেল র্যালি। এ র্যালির নিরাপত্তার দায়িত্বে ছিল ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সোমবার (১০ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে র্যালিটি অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শেষ হয় র্যালিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।