বগুড়ায় বিদেশি পিস্তল, গুলিসহ ২৩ মামলার আসামি মোহাম্মদ ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শহরের বকশীবাজার এলাকা থেকে সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ব্রাজিলের বাড়ি বগুড়া সদরের পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামে।
ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেখিয়ে দেওয়া পলাশ ব্রিজ এলাকায় মাটির নিচ থেকে তিনটি গুলি, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
বগুড়ার বিভিন্ন থানায় ব্রাজিলের নামে অস্ত্র, মাদক, অ্যাসিড-সন্ত্রাসসহ ২৩টি বিচারাধীন মামলার তথ্য পাওয়া গেছে। সবশেষ অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তাঁর নামে আরেকটি মামলা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়।
ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর নামে হওয়া মামলাগুলো আদালতে বিচারাধীন।