পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

বগুড়ার গাবতলী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২১ জুলাই) সিআইডি জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে প্রধান আসামি মো. আ. মোতালেব ওরফে খোকনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ১৬ জুলাই রাতে বগুড়ার গাবতলী থানাধীন রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়া এলাকায় মো. মামুন (২২) নামের এক যুবক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৭ জুলাই ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা খোকনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্তের একপর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগী মামুন ও তিনি একই গ্রামের বাসিন্দা। বয়সের ব্যবধান থাকলেও তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন। ঈদ উপলক্ষে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ১৬ জুলাই স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মামুন ও তাঁর মামাতো ভাই নাহিদ (২৪) এবং আসামি একই দলে ছিলেন। খেলার একপর্যায়ে পেনাল্টি শট নিয়ে এই তিনজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে মামুনকে শায়েস্তা করার পরিকল্পনা করেন আসামি খোকন। এদিন রাতে মামুনকে একা পেয়ে দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালান খোকন। এ সময় দা দিয়ে মামুনের মাথায় কোপ দেওয়া হয় এবং পিটিয়ে রক্তাক্ত করা হয়। মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যান।

সিআইডি জানায়, আসামি খোকনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।