বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শাজাহানপুর থানা এলাকার বনানী-সাতমাথা রাস্তা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. আব্দুল মতিন (৪১) বগুড়া সদর থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আসামি একজন কুখ্যাত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।