বগুড়া জেলার সদর থানার পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ৭৭৫ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম ১১ মার্চ বেলা পৌনে ১টার সময় বগুড়া সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোসাম্মৎ সুমা খাতুনকে (২৫) গ্রেপ্তার করে। পরে আসামির দেখানো মতে একটি সরিষার পলের মধ্য থেকে ৫টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে সর্বমোট ৭৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুমা খাতুন দীর্ঘদিন ধরে বগুড়া সদর থানা এলাকাসহ আশপাশের অন্যান্য থানা এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।