ডিবির হেফাজতে গ্রেপ্তার ডাকাতরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র ও গাঁজাসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তারের তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ এপ্রিল রাত পৌনে ১২টার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ি সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে আন্তঃ মজেলা ডাকাত দলের সদস্য ১৩ সদস্যকে গ্রেপ্তার করে। এরা তখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

এরা হলেন – মো. অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), মো. বাবলা ফকির (৩৩), মো. সুজন (৩০), মো. জনি (৩৪), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭), শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) মো. রনি হাসান (২০), মো. সজিব হোসেন (২৫), মো. মনোয়ার হোসেন হীরা (৩৪), মো. আজিম ২৮), মো. আকাশ আহম্মেদ বিপন (৩০), মো. ফারুক আহম্মেদ (৩৬), ১ মো আলম শেখ (৩৫) ।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি স্টিলের অত্যাধুনিক বার্মিজ চাকু ,১ টি স্টিলের ছোরা, ১টি কোপ দা, ১টি হাতুড়ি ১ টি কালো রংয়ের স্কচটেপ, ৩০ ফুট লম্বা সাদা রংয়ের নাইলনের রশি, পাইপ সদৃশ লোহার রড ২টি, কালো প্লাস্টিকের কভার যুক্ত রড, স
বৈদ্যুতিক তারের খন্ডাংশ ৪টি ও ১ কেজি শুকনো গাঁজা।

গ্রেপ্তার আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন ।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।