পিকআপ ভ্যানে চাঁদাবাজির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানার সদস্যরা।
শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর বংশাল থানাধীন সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ফুটওভারব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রানা, মো. শফিক, আক্তার, প্রদীপ ও নুর হোসেন নুরু। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চাঁদা আদায়ের রসিদ, ১ হাজার ৪০০ টাকা, তিনটি লাঠি ও একটি বাঁশি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।