রাজধানীর বংশাল থানা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বংশাল থানার নয়াবাজার এলাকা থেকে মো. সুমন নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
বংশাল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।