গোপনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে তা ভুক্তভোগীর মোবাইল ফোনে পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগে এক হোটেলকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানা-পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নিজ বাড়ি থেকে আসামি মোহাম্মদ আলী ওরফে মোহনকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা-পুলিশ জানায়, গত জুলাই মাসে ঢাকায় ঘুরতে এসে মিরপুরের শাহ আলীবাগের একটি হোটেলে ওঠেন এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। দুপুরে গোসল করার সময় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন হোটেলকর্মী আলী। মাসখানেক পর ওই ছবি ও ভিডিও ভুক্তভোগীর ফোনে পাঠিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর মিরপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নিজ বাড়ি থেকে আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছবি ও ভিডিও ধারণ করা ফোনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।