ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজির সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ হবে ১ হাজার ২৯৭ টাকা। যা আগে ছিল ১ হাজার ২৫১ টাকা।
আজ রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। যা আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। খবর আজকের পত্রিকার।
বিইআরসির ঘোষণা অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম এখন থেকে ১০৮ টাকা ০৯ পয়সা, যা আগে ছিল ১০৪ টাকা ২৬ পয়সা। সেপ্টেম্বর মাসে ছিল ১০২ টাকা ৮৮ পয়সা।
যার ফলে ১২ কেজি বোতলজাত এলপিজির মুসকসহ মূল্য ১ হাজার ২৯৭ টাকা।
এদিকে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে সরকার। যা আগে ছিল ৫৮ টাকা ২৮ পয়সা। সেপ্টেম্বরে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।