কুমিল্লা রিজিওনের ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ৮০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে।
মহীপাল হাইওয়ে থানার এসআই আবুল হোসেনের নেতৃত্বে একটি টিম ১৪ জুন সকাল পৌনে ৬টায় ফেনী সদর থানাধীন দেবীপুর মা মনি পেট্রলপাম্পের সামনে টহল দিচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে পড়ে গেলে দ্রুত সেখানে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করে এবং এর ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করে। এরপর সাক্ষীদের উপস্থিতিতে বস্তার ভেতর থেকে ৮০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
উদ্ধার ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা এবং গাঁজার মূল্য ১৫ হাজার টাকা।
দুর্ঘটনার পরপরই অটোরিকশার অজ্ঞাতনামা চালক পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।