ফেনী বাইপাস সড়কের ফতেহপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। আজ বুধবার সকালের এ দুর্ঘটনা ঘটে। খবর কালের কণ্ঠের ।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি মহাসড়কে উল্টো পথে চট্টগ্রাম যাওয়ার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন কাভার্ড ভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরও একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত বাস-কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।