চার বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন গাইবান্ধা সদর থানা এলাকার সোহেল মিয়া (২৫) ও মঞ্জুরুল ইসলাম ওরফে দীপ্ত (২৬) এবং লালমনিরহাট সদর থানা এলাকার মো. এনামুল হক (৩২)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।