সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) এয়ারপোর্ট থানাধীন লালবাগ রায়হান রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন সিলেটের বালাগঞ্জ থানা এলাকার মো. আব্দুর রহমান (৩২) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার মামুনুর রশীদ (৩২)।
এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।