কুমিরা হাইওয়ে থানা-পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকালে ফেনী-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ফেনীর ছাগলনাইয়া থানাধীন দক্ষিণ মটুয়া এলাকার সাদ্দাম (৩২) ও রিয়াজ (২৫)।
কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোশাররফ হোসেন জানান, স্টারলাইন পরিবহনের একটি বাসে মাদক পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এরপর ওই যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।