চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশের অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ নভেম্বর) রাতে জীবননগর থানাধীন মেদিনীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সোহান মণ্ডলের (২২) বাড়ি জীবননগর থানাধীন হরিহরনগর এলাকায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।