মাদক মামলায় জামিন পেয়ে ৮ বছর পলাতক ছিলেন আ. মোতালেব। অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) ফুলবাড়ী থানাধীন নিজ বাড়ি থেকে মোতালেবকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানা-পুলিশ জানায়, ২০১০ সালে মাদকসহ নাগেশ্বরী থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মোতালেব। জামিন পেয়ে ২০১৬ সাল থেকে পলাতক ছিলেন। দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনের পর সবশেষ রাজধানীর মিরপুরে বসতি গড়েন তিনি। সম্প্রতি তিনি ফুলবাড়ী এলাকার নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।