পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী-পানিমাছকুটি সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. নুর আলমের (৪৫) বাড়ি ফুলবাড়ী থানাধীন নওদাবশ গ্রামে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন জানান, আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।