ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বিজয়ী হয়েছেন। তিনি ‘বংবং’ নামেই বেশি পরিচিত। খবর বিবিসির।
ফিলিপাইনের নির্বাচন কমিশন ১০ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। মার্কোস জুনিয়র তাঁর প্রতিদ্বন্দ্বী লেনি রোব্রেদোকে হারিয়ে রেকর্ড গড়েছেন। তিনি রোব্রেদোর চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। ৯ মে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিন কোটির বেশি ভোট পেয়েছেন মার্কোস জুনিয়র। স্থানীয় সময় গত সোমবার সকাল ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দুই দশকের বেশি সময় দেশটি শাসন করেন। তিনি ১৯৮৬ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নির্বাসনে যেতে বাধ্য হন। তাঁর শাসনামলে ফিলিপাইনে তিন হাজারের বেশি মানুষ হত্যার শিকার হয়। বাবার ক্ষমতাচ্যুতির সাড়ে তিন দশকের বেশি সময় পর দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন মার্কোস জুনিয়র।
আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মার্কোস জুনিয়র। আর এর মাধ্যমে শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের যুগ। তাঁর মাদকবিরোধী যুদ্ধে অনেক মানুষের প্রাণহানি নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে ফিলিপাইনের অর্থনীতি পরিচালনায় অক্ষমতার পাশাপাশি গণমাধ্যম ও তাঁর সমালোচকদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্যও দুতার্তে সমালোচিত। দুতার্তে ও মার্কোস পরিবারের ঘনিষ্ঠতা দেশটিতে সবার জানা। এবারের নির্বাচনে মার্কোস জুনিয়রের রানিংমেট ৪৩ বছর বয়সী সারা দুতার্তে-কারপিও বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেরই মেয়ে।