২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদের ফরাসি ফুটবলার করিম বেনজেমা।
২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার দেওয়া হবে। ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের হাতে উঠবে এই পুরস্কার।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল মেসির। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
বিশ্বকাপে ৮ গোল করার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন এমবাপ্পে। গোলসংখ্যায় মেসির চেয়ে অনেক এগিয়ে। এ জন্য লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে তাঁকেই।
অন্যদিকে, ইনজুরির কারণে বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পারলেও ক্লাব পর্যায়ে দারুণ ছন্দে ছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। এরই মধ্যে জিতে নিয়েছেন ব্যালন ডি’অর।