রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় ক্রিকেটার শহীদুল ইসলাম নীরব প্রাণ হারিয়েছেন। তিনি কলাবাগান ক্রীড়া চক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।
তেজগাঁও থানার পুলিশ জানায়, রাত সাড়ে সাতটার দিকে বেপরোয়া গতির একটি বাস ফার্মগেট পদচারী-সেতুর কাছে শহীদুল ইসলামের (৩২) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন।
পেছনে থাকা তাঁর বন্ধু আফজাল হোসেনও আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। আফজালের পা ভেঙে গেছে। তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।
শহীদুলের ছোট ভাই সাগর বলেন, ‘রাতে কলাবাগান ক্রীড়া চক্রের মাঠে অনুশীলন শেষে ভাই (শহীদুল) মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারে বাড়িতে ফিরছিলেন। দুই ভাই, তিন বোনের মধ্যে শহীদুল তৃতীয় ছিলেন।’
সর্বশেষ সংবাদ
- শ্যামপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- থানায় জিডির এক ঘণ্টার মধ্যে প্রাথমিক তদন্ত করতে হবে : ডিএমপি কমিশনার
- ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যাঁরা
- বঙ্গারচর নৌ পুলিশের অভিযানে ১৯ লাখ টাকার জাল ধ্বংস
- দেড় লাখ মিটার জাল জব্দ করল চরজানাজাত নৌ পুলিশ
- মাঝিরঘাট নৌ পুলিশের অভিযানে লক্ষাধিক মিটার জাল জব্দ
- বিপুল কারেন্ট জাল পোড়াল বেলতলী নৌ পুলিশ
- ডিবি মতিঝিলের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
- শাহজাহানপুর থানার অভিযানে ছাত্রলীগের চারজন গ্রেপ্তার