ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশ ও বোয়ালমারী থানা-পুলিশ গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুর জেলা পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই মো. সেলিম মোল্যা ফোর্স নিয়ে রাতের দায়িত্ব পালনকালে খবর পান, কোতোয়ালি থানাধীন গুহলক্ষ্মীপুর রেলস্টেশনের পূর্ব পাশ কবুতরের হাট গোলচত্বরে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এরপর রাত তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলম মোল্যা ওরফে আলমগীর মোল্যা (৫০), ফিরোজ মোল্যা (৪০) ও শফি ফকির (৪৩)। এ সময় তাঁদের কাছ থেকে ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো দা, ১টি লোহার রড, ৩টি মোবাইল সেট এবং ২,৫৬০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মো. সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে বোয়ালমারী থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী একই দিন রাতে ফোর্স নিয়ে দায়িত্ব পালন করার সময় খবর পান, বোয়ালমারী থানাধীন সেলাহাটি এলাকার আকাশি ও মেহগনিগাছের বাগানের মধ্যে ১০/১২ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। এরপর রাত তিনটার দিকে সেখানে পুলিশ উপস্থিত হয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন (২৫), আল আমিন (২২) নামের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি রেঞ্জ জব্দ করা হয়। এ ঘটনায় এসআই ইব্রাহীম পাটোয়ারী বাদী হয়ে মামলা করেছেন।