ফরিদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’-এর সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ফরিদপুরের মধুখালী থানা এলাকায় ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. ইয়ামিন খান (৩৩)। তাঁর বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল বেলা সোয়া ২টার দিকে ফরিদপুরের মধুখালী থানার আড়পাড়া উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি সিমকার্ড ও হিযবুত তাহরীরের তিনটি, বিজ্ঞপ্তি জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ইয়ামিন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। ২০০৯ সাল থেকে তিনি হিযবুত তাহরীরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। গত ১৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিযবুত তাহরীরের মিডিয়া কার্যালয় উলাইয়া বাংলাদেশের যে সম্মেলন অনুষ্ঠিত হয়, তার লাইভ ইয়ামিন নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেছিলেন এবং সংগঠনের গোপন গ্রুপের সব সদস্যকে লাইভটি শেয়ার করতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি ও তাঁর সহযোগীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অনলাইনভিত্তিক প্রচার-প্রচারণা, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংহতি, জননিরাপত্তা বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।