চাঁদপুরের ফরিদগঞ্জে ১১০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর গ্রামের আনন্দ বাজার এলাকা থেকে ওই থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ থানার এসআই মো. নূরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আনন্দ বাজারের একটি স-মিলের সামনে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবিরকে (৪০) ১১০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে।
হুমায়ুন ফরিদগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের আবদুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।