চাঁদপুরের ফরিদগঞ্জ থানা-পুলিশের অভিযানে ৫২টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানাধীন হামছাপুর এলাকা থেকে আসামি মো. জাহাঙ্গীর আলম কিরণকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফরিদগঞ্জ থানা এলাকায়।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।