পুলিশের হেফাজতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবক। ছবি-সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানা-পুলিশ দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজসহ মো. আজগর আলী (৫০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি থানাধীন নাজিরহাট এলাকা থেকে সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

গ্রেপ্তার আজগর আলী নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুরি গ্রামের মৌলভী তৈয়বের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁকে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ নুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট এলাকা থেকে দেশীয় তৈরি এলজি, একটি কার্তুজসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।