গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরা।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে সাজু শাহজাহান (৫৬) ও নাজমা বেগম ওরফে নাজুকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
আটক দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।