চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ২ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সদরঘাট থানাধীন ৪২৬ ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেন ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ইয়াবা বড়িগুলো কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে কম মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদকসেবীর কাছে বেশি দামে বিক্রি করতে চেয়েছিলেন তিনি।