প্রাইভেট কারে ২৫ কেজি গাঁজা পাচারকালে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের পাতড্ডা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ঢাকার গেন্ডারিয়া এলাকার মো. কামরুজ্জামান রবিন (৪১) ও নবাবগঞ্জ থানা এলাকার মো. মাছুদ (৩৫) এবং মুন্সিগঞ্জ সদর থানা এলাকার মো. শিপন হোসেন (২৭)। তাঁদের মধ্যে রবিনের বিরুদ্ধে চারটি এবং শিপনের বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন রায়হান জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।