চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে ২০০ লিটার চোলাই মদ, একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ মে) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ের ব্যাংক এশিয়ার সামনে থেকে আসামি পাইসিথুই মারমাকে (২৮) গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।