কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
সোমবার (২৬ জুন) সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী-লামপুর সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. সাইদুল ইসলাম রাজু (২৮) ও মো. ইমরান হোসেন (২৬)।
সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।