পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

শনিবার (১৫ জুলাই) সদর দক্ষিণ থানাধীন পশ্চিম মাটিয়ারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আজাহার উদ্দিন আহম্মদ বাবু (৩৭) ও মো. মাহবুবুর রশিদ সাঈদ (৩৮)।

ডিবির উপপরিদর্শক (এসআই) মো. নাসিম উল হক ইমরান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজা ও প্রাইভেট কারসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়েছে।