কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা-পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে কুলিয়ারচর থানাধীন লক্ষ্মীপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকার মো. কবির মিয়া (৩৮) এবং কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকার মো. শহিদুল ইসলাম (৩৭), দিপু মিয়া (২২) ও মো. রুবেল মিয়া (৩১)।
কুলিয়ারচর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।