পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী। ছবি : বাংলাদেশ পুলিশ

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) জেলা পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।

এর আগে সোমবার সকালে কুড়িগ্রাম সদর থানাধীন পূর্ব কল্যাণ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন আব্দুল কুদ্দুস। ২০০১ সালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা থেকে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি থেকে অবসর নেন তিনি।