কুড়িগ্রাম সদরের প্রথম আলো চরবাসীরা জেলার পুলিশ সুপারের কাছে একটি টেলিভিশনের জন্য অনুরোধ করেন।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা একটি স্মার্ট টেলিভিশন নিয়ে হাজির হন প্রথম আলো চরে। আলোর পাঠশালার মাধ্যমে চরবাসীকে এই উপহার তুলে দেন তিনি।
শুক্রবার কুড়িগ্রাম জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুকে পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এসময় চরবাসী তাদের কাঙ্ক্ষিত টেলিভিশন পেয়ে উল্লাস করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর পুলিশ সুপার বয়স্কদের (যারা চোখে ভালোভাবে দেখতে পায় না) মধ্যে চশমা ও শাড়ি বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সমশের আলী, সিনিয়র সাংবাদিক মতলুবর রহমান সফি খান, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আল মাহমুদ হাসান প্রমুখ।