চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিম ও বন্দর বিভাগের অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ঘরে ঢুকে মারধর করে চাঁদা দাবি এবং চুরির অভিযোগ হালিশহর থানায় করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাঈন উদ্দিন ওরফে বাবু ওরফে নোহা বাবু (৪২)। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।