প্রতীকী ছবি

প্রতারণার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান এলাকা থেকে ১ অক্টোবর (শুক্রবার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর প্রথম আলোর।

সিআইডি জানিয়েছে, মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। সিআইডি বলেছে, শুধু তিন মাসে রিং আইডি ২১৩ কোটির বেশি টাকা আমানতকারীদের কাছ থেকে সংগ্রহ করেছে।

সিআইডি জানায়, রিং আইডির কার্যক্রমে আরও কারা জড়িত, আমানতকারীদের টাকা কোথায়, কীভাবে রাখা হয়েছে, সে সম্পর্কে খোঁজ নিতে সিআইডি পাঁচ দিনের রিমান্ড চাইবে।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়। রিং আইডি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। পরে তারা বিভিন্ন সেবার প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীদের থেকে বিনিয়োগ সংগ্রহ শুরু করে। করোনার সময়ও তারা অনুদান সংগ্রহ করে। অনুসন্ধানে সাইবার পুলিশ সেন্টার জানতে পেরেছে, কমিউনিটি জবস খাতে উপার্জনের লোভ দেখিয়ে শুধু মে মাসে রিং আইডি ২৩ কোটি টাকার বেশি, জুন মাসে ১০৯ কোটি টাকার বেশি এবং জুলাই মাসে ৭৯ কোটি টাকার বেশি সংগ্রহ করে।