পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পদোন্নতি পাওয়া চারজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের অনুষ্ঠানের মাধ্যমে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (হেডকোয়ার্টার) মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার)। এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন শাখার এআইজিবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারদের স্পাউজবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্পাউজবৃন্দ র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাক আহমেদ খান পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এদিকে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণও দেশের জন্য কাজ করার নিজেদের শপথের কথা পুনর্ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- ময়মনসিংহে অপহৃত দুজনকে ঢাকায় উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার
- কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল লতিফ
- দুর্গাপূজা জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে : আইজিপি
- নাগেশ্বরী থানার অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার
- রামপুরায় ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা, হাতিরঝিল থানার অভিযানে গ্রেপ্তার ৫
- নোয়াখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ
- আবাসন কোম্পানির মালিকের যোগসাজশে গ্রাহকের টাকা লুট, মিরপুর থানার অভিযানে গ্রেপ্তার ৬
- উৎসাহ উদ্দীপনায় নিরাপদে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
- সুনামগঞ্জ পৌরসভার পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
- ভ্যানচালক সাকিব হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার খানজাহান আলী থানার