বিজয়ী দল ডিএমপির খেলোয়াড়দের সঙ্গে অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

‘বাংলাদেশ পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ-২০২৩’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি। এ নিয়ে টানা ১৮ বার ও সর্বাধিক ২৩ বার চ্যাম্পিয়ন হলো ডিএমপি।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে ডিএমপির পক্ষে নাহিদ চৌধুরী লাবু দুটি, রানা দাস ও রাশেদ একটি করে গোল দেন। এপিবিএনের পক্ষে একটি গোল দেন ইব্রাহীম। সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ডিএমপির নাহিদ চৌধুরী লাবু।

বাংলাদেশ পুলিশ হকি চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

খেলা শেষে বিজিত ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ হকি ক্লাবের সভাপতি পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

প্রধান অতিথি বলেন, হকি একটি ভিন্নমাত্রার খেলা। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল খেলার মতো ইচ্ছে করলেই এটা খেলা যায় না। পুলিশের হকি খেলার তেমন কোনো মাঠ নেই, তবু তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা চেষ্টা করছি পুলিশের জন্য পূর্বাচলে স্বতন্ত্র একটি হকি মাঠের ব্যবস্থা করতে। এটি তৈরি হয়ে গেলে পুলিশে অনেক খেলোয়াড় তৈরি হবে।

তিনি আরও বলেন, আজ ডিএমপি অনেক ভালো খেলেছে। এ জন্য তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে, আমি ডিএমপিকে অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) তওফিক মাহবুব চৌধুরী বিপিএম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।