ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে পুলিশ সুপার হিসেবে পদায়নকৃত আট কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলার সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে স্মৃতিচারণা করেন।
ওই সময় বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট। এখানে কাজ করার সুযোগ অন্য রকম অনুভূতি, একটা সৌভাগ্য। ডিএমপি দক্ষ পুলিশ গড়ার ইউনিট। এখান থেকে যে অভিজ্ঞতাটা তাঁরা সঞ্চয় করেছেন, নতুন জায়গায় ডিএমপির আলোয় সেই অভিজ্ঞতাটা কাজে লাগাবেন।’
তিনি আরও বলেন, ‘অন্য ইউনিট হতে যে সকল কর্মকর্তার পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছে, তাঁরা খুব মেধাবী ও চৌকস অফিসার। আমি আশা করি তাঁরাও নতুন জায়গায় নিজেদের অভিজ্ঞতাটা কাজে লাগাবেন।’
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন বিপিএম-বার, (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বিপিএম-সেবাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।