পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে পুলিশ লাইনস মেস, থানা এবং সার্কেল অফিসে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা পুলিশ। এ ছাড়াও পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশ লাইনস মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়া হয়।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য,‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে পুলিশ লাইনসসহ জেলা পুলিশের প্রতিটি ইউনিটে পুলিশ সদস্যদের প্রীতি সম্মিলন ও ভোজ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি, ২০২২) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে (ভার্চুয়ালি) পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন।