পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে রংপুর জেলা পুলিশের প্রতিটি ইউনিট বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ ছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ লাইনস মেস ও থানায় বিশেষ প্রীতিভোজেরও আয়োজন করা হয়।
সোমবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর নির্দেশনা অনুযায়ী রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের সব ইউনিটে ‘পুলিশ সপ্তাহ ২০২২’ উপলক্ষে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, রংপুর পুলিশ লাইনসসহ জেলা পুলিশের সব ইউনিট বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
রংপুর পুলিশ লাইনসে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) সিফাত ই রাব্বান, সহকারী পুলিশ সুপার (এসএএফ ও অতিরিক্ত দায়িত্ব সি সার্কেল) মো. আশরাফুল আলম পলাশসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।