চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে বুধবার সকালে সিএমপির এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা পরিদর্শন করেছেন কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
ওই সময় তিনি পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লেখেন এবং সংশ্লিষ্ট বিভাগের উপকমিশনার এস. এম. মোস্তাইন হোসেন, বিপিএম (বার) ও অন্যান্য অফিসার ও ফোর্সকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।